প্রত্যাশার বাইরে কোন ঘটনা ঘটবেনা ধরে নিয়েই আমরা পৃথিবীতে দিনযাপন করি। 的繁體中文翻譯

প্রত্যাশার বাইরে কোন ঘটনা ঘটবেনা ধর

প্রত্যাশার বাইরে কোন ঘটনা ঘটবেনা ধরে নিয়েই আমরা পৃথিবীতে দিনযাপন করি। আগামীকাল বাকি কাজটুকু শেষ করার প্রত্যাশায় নিশ্চিন্ত মনে আমরা ঘুমাতে যাই; আগামীকাল তো আসছেই কাল সকাল বেলা! অন্তরে উল্লাস নিয়ে তা্ই আমরা চেপে বসি বৃহৎ পাখির পেটের ভিতর; ১২ ঘন্টা পরই তো দেখা হবে প্রিয়জনের সাথে, বিমানবন্দরের ঠিক তিন নম্বর গেট এ।

সেই রকম একটা সুন্দর নিকট ভবিষ্যতের প্রত্যাশাতেই, আগামীকালের ঠিক আগের দিন সকালে একজন সাধু এক পথচারীর হাতে তুলে দিচ্ছিলেন প্রাসাদ। আর ঠিক সেই মুহুর্ত বন্দি হয়ে যায় আর এক সাধকের ক্যামেরায়। হ্যাঁ, আলোকচিত্র শিল্পের সাধক রঘু রাইয়ের কথা বলছি।

কত রকমের তো ছবি হয় – ছড়ার মতো, ছোট গল্পের মতো, বোবা কান্নার মতো। কিন্তু রঘু রায়ের মতন এক ফ্রেমে মহাকাব্য সৃষ্টি করতে পারঙ্গম খুব কম ফটোগ্রাফারই। ছবির সিরিজ দিয়ে গল্প বলার তেমন কোন প্রয়োজন হয়নি রঘু রাইয়ের, কেননা একটা বিস্তারিত গল্প বলার জন্য তা্ঁর একটা ছবিই যথেষ্ট। কিভাবে এক সেকেন্ডের ভগ্নাংশে একজন ফটোগ্রাফার আত্মস্থ আর ক্যামেরাস্থ করে ফেলেন একটা বড়সড় গল্প, সেটা একটা বিস্ময়ই বটে। অন্য কোন ফটোগ্রাফারের একটা ছবির গল্প বুঝতে যদি দর্শকের তিরিশ সেকেন্ড লাগে, রঘুর ছবি উপলব্ধি করতে তার লেগে যাবে তিরিশ মিনিট।

এই ছবিটাই দেখি। সাধুকে দেখি না, কিন্তু সাধুর মুখের প্রতিবিম্ব যেন পড়েছে ওই পথচারীর শান্ত, সদাহাস্যজ্বল মুখে। ঠিক তার পিছনেই একটা বিশাল হুলো হনুমান শান্ত হয়ে বসে আছে, ফ্রেমে সৃষ্টি করেছে তীব্র বৈপরীত্য। দুরে দালানকোঠাগুলো ঢেকে আছে ঘন কুয়াশায়। সুন্দর একটা সকাল, একটা প্রতিদিনের প্রত্যাশিত সকাল। শুধু এটুকুতেই শেষ হয়ে যেত হয়তো। একটা ভাল ছবির জন্য আর কি প্রয়োজন? কিন্তু ওই যে বললাম, রঘুর ছবি মহাকাব্যের মতো। কবিতার অলংকারগুলো তো এখনও দেখা বাকি! কুকুরের পায়ে হেঁটে যাওয়া সাধুকে লক্ষ্য করেছেন তো? কিংবা একদম পিছনে আরো কয়েকজন পথচারী হেঁটে আসছে, সেটা? হনুমানজীর একদম মাথার উপর যে কৌণিক ভাবে দুটো হাতি দাড়িয়ে আছে, সেটা? রঘুর ছবির বিশেষত্বই এখানে। তাঁর ছবিতে কোন বিষয়ই মামুলী নয়, কম্পোজিশনের দুর্বলতার কারণে কোনকিছুই হারিয়ে যায়না, বরং প্রত্যেকটি বিষয়েরই কিছু না কিছু বলার থাকে। ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড এককার হয়ে যায়, কিন্তু তারপরও কেন জানি সবকিছু পৃথকভাবে ধরা পড়ে। হ্যাঁ, শুধু বোদ্ধার চোখেই ধরা পড়ে। ছবির সামনে দাড়িয়ে ধ্যানমগ্ন হয়ে যান, আস্তে আস্তে গল্প ডালপালা মেলতে শুরু করবে চোখের সামনেই। ভাল কথা, পেছনের হাতির পায়ের গোড়ায় যে আর একজন হনুমান বসে আছেন, সেটা খেয়াল করেছেন?

বলছিলাম প্রত্যাশিত পৃথিবীর কথা। ১৯৯২ সালের ডিসেম্বরের যেই দিন রঘু রায়কে উপহার দিয়েছিল অযোধ্যার এই সুন্দর সকাল, ঠিক তার পরের দিনই পৃথিবীকে উপহার দিয়েছিল হিন্দু মুসলিম দাঙ্গা। বাবরি মসজিদ ভাঙার পরপর যেই রক্তক্ষয়ী দাঙ্গায় ২০০০ এর ও বেশি মানুষ প্রাণ হারায়।

“ফটোগ্রাফার, তুমি কি? শয়তান, না সাধু?”
“কোনটাই না। পৃথিবীর পথে আমি ধুলো, কিন্তু সময়কে এক নিমেষে পাথর করে দিতে পারি।”
0/5000
原始語言: -
目標語言: -
結果 (繁體中文) 1: [復制]
復制成功!
প্রত্যাশার বাইরে কোন ঘটনা ঘটবেনা ধরে নিয়েই আমরা পৃথিবীতে দিনযাপন করি।আগামীকাল বাকি কাজটুকু শেষ করার প্রত্যাশায় নিশ্চিন্ত মনে আমরা ঘুমাতে; যাইআগামীকাল তো আসছেই কাল সকাল বেলা!অন্তরে উল্লাস নিয়ে তা্ই আমরা চেপে বসি বৃহৎ পাখির পেটের; ভিতর১২ ঘন্টা পরই তো দেখা হবে প্রিয়জনের সাথে,বিমানবন্দরের ঠিক তিন নম্বর গেট এ।সেই রকম একটা সুন্দর নিকট ভবিষ্যতের প্রত্যাশাতেই,আগামীকালের ঠিক আগের দিন সকালে একজন সাধু এক পথচারীর হাতে তুলে দিচ্ছিলেন প্রাসাদ।আর ঠিক সেই মুহুর্ত বন্দি হয়ে যায় আর এক সাধকের ক্যামেরায়।হ্যাঁ,আলোকচিত্র শিল্পের সাধক রঘু রাইয়ের কথা বলছি।কত রকমের তো ছবি হয়-ছড়ার মতো ছোট গল্পের মতো বোবা কান্নার মতো।কিন্তু রঘু রায়ের মতন এক ফ্রেমে মহাকাব্য সৃষ্টি করতে পারঙ্গম খুব কম ফটোগ্রাফারই।ছবির সিরিজ দিয়ে গল্প বলার তেমন কোন প্রয়োজন হয়নি রঘু রাইয়ের,কেননা একটা বিস্তারিত গল্প বলার জন্য তা্ঁর একটা ছবিই যথেষ্ট।কিভাবে এক সেকেন্ডের ভগ্নাংশে একজন ফটোগ্রাফার আত্মস্থ আর ক্যামেরাস্থ করে ফেলেন একটা বড়সড় গল্প,সেটা একটা বিস্ময়ই বটে।অন্য কোন ফটোগ্রাফারের একটা ছবির গল্প বুঝতে যদি দর্শকের তিরিশ সেকেন্ড লাগে,রঘুর ছবি উপলব্ধি করতে তার লেগে যাবে তিরিশ মিনিট।এই ছবিটাই দেখি। সাধুকে দেখি না, কিন্তু সাধুর মুখের প্রতিবিম্ব যেন পড়েছে ওই পথচারীর শান্ত, সদাহাস্যজ্বল মুখে। ঠিক তার পিছনেই একটা বিশাল হুলো হনুমান শান্ত হয়ে বসে আছে, ফ্রেমে সৃষ্টি করেছে তীব্র বৈপরীত্য। দুরে দালানকোঠাগুলো ঢেকে আছে ঘন কুয়াশায়। সুন্দর একটা সকাল, একটা প্রতিদিনের প্রত্যাশিত সকাল। শুধু এটুকুতেই শেষ হয়ে যেত হয়তো। একটা ভাল ছবির জন্য আর কি প্রয়োজন? কিন্তু ওই যে বললাম, রঘুর ছবি মহাকাব্যের মতো। কবিতার অলংকারগুলো তো এখনও দেখা বাকি! কুকুরের পায়ে হেঁটে যাওয়া সাধুকে লক্ষ্য করেছেন তো? কিংবা একদম পিছনে আরো কয়েকজন পথচারী হেঁটে আসছে, সেটা? হনুমানজীর একদম মাথার উপর যে কৌণিক ভাবে দুটো হাতি দাড়িয়ে আছে, সেটা? রঘুর ছবির বিশেষত্বই এখানে। তাঁর ছবিতে কোন বিষয়ই মামুলী নয়, কম্পোজিশনের দুর্বলতার কারণে কোনকিছুই হারিয়ে যায়না, বরং প্রত্যেকটি বিষয়েরই কিছু না কিছু বলার থাকে। ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড এককার হয়ে যায়, কিন্তু তারপরও কেন জানি সবকিছু পৃথকভাবে ধরা পড়ে। হ্যাঁ, শুধু বোদ্ধার চোখেই ধরা পড়ে। ছবির সামনে দাড়িয়ে ধ্যানমগ্ন হয়ে যান, আস্তে আস্তে গল্প ডালপালা মেলতে শুরু করবে চোখের সামনেই। ভাল কথা, পেছনের হাতির পায়ের গোড়ায় যে আর একজন হনুমান বসে আছেন, সেটা খেয়াল করেছেন?বলছিলাম প্রত্যাশিত পৃথিবীর কথা।১৯৯২ সালের ডিসেম্বরের যেই দিন রঘু রায়কে উপহার দিয়েছিল অযোধ্যার এই সুন্দর সকাল,ঠিক তার পরের দিনই পৃথিবীকে উপহার দিয়েছিল হিন্দু মুসলিম দাঙ্গা।বাবরি মসজিদ ভাঙার পরপর যেই রক্তক্ষয়ী দাঙ্গায় ২০০০ এর ও বেশি মানুষ প্রাণ হারায়।"ফটোগ্রাফার,তুমি কি?শয়তান,না সাধু?""কোনটাই না।পৃথিবীর পথে আমি ধুলো,কিন্তু সময়কে এক নিমেষে পাথর করে দিতে পারি।”
正在翻譯中..
結果 (繁體中文) 2:[復制]
復制成功!
প্রত্যাশারবাইরেকোনঘটনাঘটবেনাধরেনিয়েইআমরাপৃথিবীতেদিনযাপনকরি。আগামীকালবাকিকাজটুকুশেষকরারপ্রত্যাশায়নিশ্চিন্তমনেআমরাঘুমাতেযাই; আগামীকালতোআসছেইকালসকালবেলা!অন্তরেউল্লাসনিয়েতা্ইআমরাচেপেবসিবৃহৎপাখিরপেটেরভিতর; L২ঘন্টাপরইতোদেখাহবেপ্রিয়জনেরসাথে,বিমানবন্দরেরঠিকতিননম্বরগেট背景。সেইরকমএকটাসুন্দরনিকটভবিষ্যতেরপ্রত্যাশাতেই,আগামীকালেরঠিকআগেরদিনসকালেএকজনসাধুএকপথচারীরহাতেতুলেপ্রাসাদদিচ্ছিলেন。আরঠিকসেইমুহুর্তবন্দিহয়েযায়আরএকসাধকেরক্যামেরায়。。হ্যাঁ,আলোকচিত্রশিল্পেরসাধকরঘুরাইয়েরবলছিকথা কতরকমেরতো保持ছবি - ছড়ারমতো,ছোটগল্পেরমতো,বোবামতোকান্নার。কিন্তুরঘুরায়েরমতনএকফ্রেমেমহাকাব্যসৃষ্টিকরতেপারঙ্গমখুবকমফটোগ্রাফারই。ছবিরসিরিজদিয়েগল্পবলারতেমনকোনপ্রয়োজনহয়নিরঘুরাইয়ের,কেননাএকটাবিস্তারিতগল্পবলারজন্যতা্ঁরএকটাছবিইযথেষ্ট。কিভাবেএকসেকেন্ডেরভগ্নাংশেএকজনফটোগ্রাফারআত্মস্থআরক্যামেরাস্থকরেফেলেনএকটাবড়সড়গল্প,সেটাএকটাবিস্ময়ইবটে。অন্যকোনফটোগ্রাফারেরএকটাছবিরগল্পবুঝতেযদিদর্শকেরতিরিশসেকেন্ডলাগে,রঘুরছবিউপলব্ধিকরতেতারলেগেযাবেমিনিটতিরিশ。এইদেখিছবিটাই。সাধুকেদেখিনা,কিন্তুসাধুরমুখেরপ্রতিবিম্বযেনপড়েছেওইপথচারীরশান্ত,সদাহাস্যজ্বলমুখে。ঠিকতারপিছনেইএকটাবিশালহুলোহনুমানশান্তহয়েবসেআছে,ফ্রেমেসৃষ্টিকরেছেতীব্রবৈপরীত্য。দুরেদালানকোঠাগুলোঢেকেআছেঘনকুয়াশায়。সুন্দরএকটাসকাল,একটাপ্রতিদিনেরপ্রত্যাশিতসকাল。শুধুএটুকুতেইশেষহয়েযেতহয়তো。একটাভালছবিরজন্যআরকিপ্রয়োজন?কিন্তুওইযেবললাম,রঘুরছবিমহাকাব্যেরমতো。কবিতারঅলংকারগুলোতোএখনওদেখাবাকি!কুকুরেরপায়েহেঁটেযাওয়াসাধুকেলক্ষ্যকরেছেনতো?কিংবাএকদমপিছনেআরোকয়েকজনপথচারীহেঁটেআসছে,সেটা?হনুমানজীরএকদমমাথারউপরযেকৌণিকভাবেদুটোহাতিদাড়িয়েআছে,সেটা?রঘুরছবিরবিশেষত্বইএখানে。তাঁরছবিতেকোনবিষয়ইমামুলীনয়,কম্পোজিশনেরদুর্বলতারকারণেকোনকিছুইহারিয়েযায়না,বরংপ্রত্যেকটিবিষয়েরইকিছুনাকিছুবলারথাকে。ফোরগ্রাউন্ডআরব্যাকগ্রাউন্ডএককারহয়েযায়,কিন্তুতারপরওকেনজানিসবকিছুপৃথকভাবেধরাপড়ে。হ্যাঁ,শুধুবোদ্ধারচোখেইধরাপড়ে。ছবিরসামনেদাড়িয়েধ্যানমগ্নহয়েযান,আস্তেআস্তেগল্পডালপালামেলতেশুরুকরবেচোখেরসামনেই。ভালকথা,পেছনেরহাতিরপায়েরগোড়ায়যেআরএকজনহনুমানবসেআছেন,সেটাকরেছেনখেয়াল?বলছিলামপ্রত্যাশিতকথাপৃথিবীর。199২সালেরডিসেম্বরেরযেইদিনরঘুরায়কেউপহারদিয়েছিলঅযোধ্যারএইসুন্দরসকাল,ঠিকতারপরেরদিনইপৃথিবীকেউপহারদিয়েছিলহিন্দুমুসলিমদাঙ্গা。বাবরিমসজিদভাঙারপরপরযেইরক্তক্ষয়ীদাঙ্গায়২000এরওবেশিমানুষহারায়প্রাণ。“ফটোগ্রাফার,তুমিকি?শয়তান,নাসাধু?“ “কোনটাইনা。পৃথিবীরপথেআমিধুলো,কিন্তুসময়কেএকনিমেষেপাথরকরেদিতেপারি“。










正在翻譯中..
結果 (繁體中文) 3:[復制]
復制成功!
;!;、

,
正在翻譯中..
 
其它語言
本翻譯工具支援: 世界語, 中文, 丹麥文, 亞塞拜然文, 亞美尼亞文, 伊博文, 俄文, 保加利亞文, 信德文, 偵測語言, 優魯巴文, 克林貢語, 克羅埃西亞文, 冰島文, 加泰羅尼亞文, 加里西亞文, 匈牙利文, 南非柯薩文, 南非祖魯文, 卡納達文, 印尼巽他文, 印尼文, 印度古哈拉地文, 印度文, 吉爾吉斯文, 哈薩克文, 喬治亞文, 土庫曼文, 土耳其文, 塔吉克文, 塞爾維亞文, 夏威夷文, 奇切瓦文, 威爾斯文, 孟加拉文, 宿霧文, 寮文, 尼泊爾文, 巴斯克文, 布爾文, 希伯來文, 希臘文, 帕施圖文, 庫德文, 弗利然文, 德文, 意第緒文, 愛沙尼亞文, 愛爾蘭文, 拉丁文, 拉脫維亞文, 挪威文, 捷克文, 斯洛伐克文, 斯洛維尼亞文, 斯瓦希里文, 旁遮普文, 日文, 歐利亞文 (奧里雅文), 毛利文, 法文, 波士尼亞文, 波斯文, 波蘭文, 泰文, 泰盧固文, 泰米爾文, 海地克里奧文, 烏克蘭文, 烏爾都文, 烏茲別克文, 爪哇文, 瑞典文, 瑟索托文, 白俄羅斯文, 盧安達文, 盧森堡文, 科西嘉文, 立陶宛文, 索馬里文, 紹納文, 維吾爾文, 緬甸文, 繁體中文, 羅馬尼亞文, 義大利文, 芬蘭文, 苗文, 英文, 荷蘭文, 菲律賓文, 葡萄牙文, 蒙古文, 薩摩亞文, 蘇格蘭的蓋爾文, 西班牙文, 豪沙文, 越南文, 錫蘭文, 阿姆哈拉文, 阿拉伯文, 阿爾巴尼亞文, 韃靼文, 韓文, 馬來文, 馬其頓文, 馬拉加斯文, 馬拉地文, 馬拉雅拉姆文, 馬耳他文, 高棉文, 等語言的翻譯.

Copyright ©2024 I Love Translation. All reserved.

E-mail: